Oi Mahasindhur Opar Theke Lyrics (ওই মহাসিন্ধুর ওপার থেকে) Manna Dey:- This song is sung by Manna Dey. Music & Lyrics of this song given by Dwijendralal Roy. This song is officially published under the label of Saregama Bengali
Oi Mahasindhur Opar Theke Song Information
Oi Mahasindhur Opar Theke Lyrics
Oi mohasindhur opar theke
Ki sangeet bhese ashe
Ke daake kator praane modhur taane
Aay chole aay
Ore aay chole aay amar pashe
Oi mohasindhur opar theke
Ki sangit bhese ashe
Bole aayre chutey aayre twora
Heytha naiko mrittyu naiko jora
Hetha batas giti gondhobhora
Chiro snigdho modhumase
Heytha chiro shyamal basundhora
Chiro joshna neel akashe
Chad Ta Ke Bolbo Lyrics – Shiekh Sadi | Mariya Shanto
Keno bhuter bojha bohis pichey
Bhuter begar khete moris miche
Dekh oi sudha sindhu uchcholiche
Purno indu porokashe
Bhuter bojha fele
Ghorer chele aay chole aay amar pashe
Oi Mahasindhur Opar Theke Lyrics In Bengali
ওই মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে,
ওই মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে,
কে ডাকে কাতর প্রাণে, মধুর তানে
আয় চলে আয়,
ওরে আয় চলে আয় আমার পাশে,
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।
বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা,
বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা,
হেথা বাতাস গীতি-গন্ধভরা
চির স্নিগ্ধ মধুমাসে,
হেথা চির-শ্যামল বসুন্ধরা
চির- জ্যোৎস্না নীল আকাশে।
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।।
কেন ভুতের বোঝা বহিস পিছে
ভুতের বেগার খেটে মরিস মিছে,
দেখ ঐ সুধাসিন্ধু উচ্ছলিছে
পূর্ণ ইন্দু পরকাশে,
ভুতের বোঝা ফেলে
ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে,
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।।
কেন কারা গ্রিহে আছিস বন্ধ
ওরে ওরে মূঢ়, ওরে অন্ধ,
কেন কারা গ্রিহে আছিস বন্ধ
ওরে ওরে মূঢ়, ওরে অন্ধ,
ভবে সেই সে পরমানন্দ
যে আমারে ভালবাসে,
কেন ঘরের ছেলে পরের কাছে
পড়ে আছিস পরবাসে,
মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে,
ঐ মহাসিন্ধুর ওপার থেকে।।