Norbore Chakri Lyrics – Tasrif khan

Norbore Chakri Lyrics – Tasrif khan:- Norbore Chakri is a new beautiful bengali song. This song is sung by Tasrif khan. Music of this song given by Tanjeeb Khan while Norbore Chakri Lyrics has penned by Tanbhir Siddiki.

Norbore Chakri Song Information

📌 Song Title:Norbore Chakri
🎤 Singer – Tasrif khan
✍️ Lyricist – Tanbhir Siddiki
🎼 Music – Tanjeeb Khan
🏷️Music Label – Tasrif khan

Norbore Chakri Lyrics

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়।
কেমন করে রাখছি ধরে
যায় না বলা ভাষায়। (x2)

বস বলেছে সেল না হলে
ফেল করা লোক নিয়ে
গঙ্গাজলে ভাসিয়ে দেবে
বিসর্জনে দিয়ে!

অফিস শেষে যদি আমি
বাসা বাসা করি!
আমার নামে মামলা দেবে
পুলিশ নেবে ধরে।

বস বলেছে নিয়েম মেনে,
কাজের মানুষ হতে।
কে পি আই এ ১০০ দেবে
চল্লে উনার মতে।

Hoy Na Keno Prem Lyrics – Tasrif khan

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়।
কেমন করে রাখছি ধরে
যায় না বলা ভাষায়। (x2)

চাইলে ছুটি আটকে ওঠে
অবাক চেয়ে রয়!
যায়না বোঝা, মনে মনে
কত্ত কি যে কয়!

বস বলেছে ছুটি কিসের
এটাই কাজের টাইম
বিশ্রাম বা বাড়ির কাজে
ছুটি নেয়া ক্রাইম

অফিস শেষে যদি আমি
বাসা বাসা করি!
আমার নামে মামলা দেবে
পুলিশ নেবে ধরে।

বস বলেছে নিয়েম মেনে,
কাজের মানুষ হতে।
কে পি আই এ ১০০ দেবে
চল্লে উনার মতে।

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়।
কেমন করে রাখছি ধরে
যায় না বলা ভাষায়। (x2)

বছর শেষে বোনাস দেবে
পাব অনেক টাকা।
সেই টাকাতে গাড়ি না পাই
কিনতে পাব, চাকা।

চাকা গুলো জমিয়ে নিয়ে
চার টা চাকা হলে।
ঠ্যালা গাড়ি বানিয়ে নিয়ে
গ্রামেই যাব চলে।

তার পড়ে আর ফিরব নারে
এই শহরের পথে।
এর চেয়ে ভাল বাদাম বেচা
গ্রামের রাস্তা ঘাটে।

মাটির একটা ঘর বানিয়ে
জরিনার সাথে নিয়ে
বাসবো ভালো খালি
বসের কথা পড়লে মনে
সকাল বিকেল সন্ধ্যা ক্ষণে
হাউয়াই দিব গালি।
নড়বড়ে খুব চাকরি।

Norbore Chakri Lyrics – Tasrif khan

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়।
কেমন করে রাখছি ধরে
যায় না বলা ভাষায়। (x2)

Norbore Chakri Music Video

A little request for all user. Do you like Norbore Chakri Lyrics in . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

You may also like...