Bhalobashi Tomay Lyrics – Lagnajita Chakraborty, Ranajoy Bhattacharjee

Bhalobashi Tomay Lyrics Lagnajita Chakraborty, Ranajoy Bhattacharjee:- This song is sung by Lagnajita Chakraborty, Ranajoy Bhattacharjee. Music of this song given by Ranajoy Bhattacharjee while Bhalobashi Tomay Lyrics has penned by Shahdab Akbar, Labu Choudhury.

Bhalobashi Tomay Lyrics

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে।

বেঁধেছি ঘর হৃদয়ের পর
গাঢ় সবুজ ওই গহীন বনে মোর,
শুধু তুমি আর আমি
আমরা দু’জন রবো সেথায় কাল কালান্তর।

রবে না দেহ, রবে শুধু মন
রবে ভালোবাসা অনন্ত জীবন।
যেমন আছি তেমনই রবো
অন্তহীন শ্রোত-ধারার মতো।

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
ভালোবাসি তোমায়, ভালোবাসি।।

কখনো নাইবো ঝর্ণা ঝরায়
বাইবো মোরা পাহাড় ঘেঁষা
শীতল নদী ধারায়।
কোমর বিছা নুপুর পায়ে
সিঁদুর রঙা শাড়ি পরে,
চলবে তুমি ঘন সবুজ
আঁকাবাঁকা পাহাড় ধরে,
নয়ন মেলে দূর থেকে আমি
শুধু দেখবো তোমায় হৃদয় ভরে।

ভালোবাসি তোমায়,
ভালোবাসি।।

উড়বো মোরা নীল আকাশে
হাতে হাত ধরে,
কখনো ভাসবো সাদা মেঘ ভেলায়
দু’জনে দুজনার হয়ে।

চলে গেলে সবাই মিলে যায়
তারার মিছিলে,
আমরা বেড়াবো চাঁদের আলোয়
জানা অজানার মাঝে।

সূর্য হয়ে আলো দেবো তোমায়
চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়,
মায়ার বাঁধনে বেঁধেছি মন
ভালোবাসা দিয়ে যাবো তোমায়
সারাটা জীবন।

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে,
ভালোবাসি তোমায়, ভালোবাসি।।

Bhalobashi Tomay Music Video

About the Author

LyricsHutz

Related Posts